destroyসত্যি কি আমাদের শেষের শুরু হয়ে গেছে? সময়ের কালগর্ভে কি আমরা ক্রমেই তলিয়ে যাব? যে সমুদ্রের নোনা জলে প্রাণের উত্‍‌পত্তি, সেই বিপুল বিস্তৃত জলরাশির নীচেই কি একদিন আমরা হারিয়ে যাব?

হ্যাঁ, আর খুব বেশি দেরি নয়, মাত্রই দুটো দশক। বেজে যাবে বিদায়ের ঘন্টা। একসঙ্গে দশ দশটা দেশ নিশ্চিহ্ন হয়ে যাবে।

কী ভাবছেন, বাজে কথা? কিন্তু, এতটা হাল্কা ভাবে উড়িয়ে দেওয়ার মতো নয়। সৃষ্টি যখন আছে, ধ্বংস নিশ্চিত। জন্ম হলে, মৃত্যু। আজ নয়তো কাল। সেই কালটাই আর মাত্র ২০ বছর।

দশটি দেশ হলোঃ স্পেন, উত্তর কোরিয়া, বেলজিয়াম, চিন, ইরাক, লিবিয়া, মালদ্বীপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইসলামিক ষ্টেটস।

আশঙ্কা এই দশটি দেশের কোনও অস্তিত্বই নাকি থাকবে না।

স্পেনের কথাই ধরুন, মনে করা হচ্ছে, সবথেকে আগে বিলুপ্ত হবে এই দেশটি। এর পরেই যে দেশটি তলিয়ে যেতে পারে তার নাম মালদ্বীপ। এখন সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাত্র ১.৫ মিটার। মহাসাগরের নীচে তলিয়ে যাওয়া সময়ের অপেক্ষা।

ভাবছেন তো কেন এই আশঙ্কা করা হচ্ছে? শুধু নিচের ভিডিওটি টি দেখুন, পেয়ে যাবেন আপনার যাবতীয় প্রশ্নের উত্তর।

ভিডিওঃ