killed-bangladesh-amryসেনাবাহিনীর বিমান বিধ্বংসী মহড়া চলাকালে দুর্ঘটনাবশত গোলা বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ সেনাসদস্য। কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালীতে এমন ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনখালী ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য হলেন করপোরাল ইব্রাহীম খলিল। আর আহতরা হলেন করপোরাল হাবিব, সার্জেন্ট হুমায়ুন ও সৈনিক রাসেদুল। পরে তাদের দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদুর জামান মুরাদ জানান, নিহত সেনা সদস্যের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহতদের কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রামে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

রামু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর ৫৮ মিডিয়ামের অফিস কমান্ডিং মেজর রাশেদুল জানান, গাজিপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের নিয়মিত মহড়ার জন্য সেনা সদস্যরা মনখালী ফায়ারিং রেঞ্জে বিমান বিধ্বংসী মহড়া দিচ্ছিল। অসতর্কতাবস্থায় ফায়ারিং উল্টো নিজেদের গায়ে পড়ে ঘটনাস্থলে একজন মারা যান।