annomysousপ্যারিসে ঘটে যাওয়া বর্বরোচিত সন্ত্রাসী হামলার পর সারা বিশ্ব সরব রয়েছে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে। সাথে যুক্ত হয়েছে সাইবার যোদ্ধারাও। আইএসের এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস। দ্য মিরর।

ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে তাতে বলা হয়েছে, “মানবতার স্বার্থে তারা তাদের জ্ঞান ও কৌশলকে এবার ব্যবহার করবে এবং সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলা হয়- তাদের অপেক্ষায় থাকতে।”

হ্যাকার গ্রুপের নিজস্ব সিগনেচার ‘মুখোশ’ পরিহিত একজন মুখপাত্র ফরাসি ভাষায় হুমকি দিয়ে বলতে থাকেন, ‘সারা বিশ্বের অ্যানোনিমাসের সব সদস্য মিলে তোমাদের খুঁজে বের করবে। তোমাদের জেনে রাখা উচিত আমরা তোমাদের খুঁজে বের করব এবং তোমাদের আর ফিরে যেতে দেব না।’

ভিডিওটিতে আরো বলা হয়, ‘আমরা আমাদের সবচেয়ে বড় অপারেশন চালাব তোমাদের বিরুদ্ধে। সাইবার আক্রমণের অপেক্ষায় থাক। তৈরি থেক, যুদ্ধ ঘোষণা হয়ে গেছে।’

‘হ্যাক্টিভিস্ট’রা অপারেশন চালিয়ে বিভিন্ন টুইটার আইডির তথ্য প্রকাশ করেছে, যারা ইসলামিক স্টেটের পক্ষে বিভিন্ন প্রোপাগাণ্ডা চালিয়ে আসছিল।

ভিডিওঃ