is-attactপ্যারিসে হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করার পর যুক্তরাষ্ট্রের রাজধানীতেও হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস। প্যারিসে হামলার পর সিরিয়ায় আইএসের ঘাঁটিতে হামলা জোরদার করে পশ্চিমা দেশগুলো। এর মধ্যেই সোমবার একটি ভিডিও বার্তায় এই হুমকি দেয় গোষ্ঠীটি।

ভিডিও বার্তাটি এসেছে ইরাকি ওয়ালিওয়াত কিরকুক নামে আইএসের একটি উপদলের কাছ থেকে। তবে এর সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটির শুরুতে গত শুক্রবার প্যারিসে চালানো হামলার পর টেলিভিশনে প্রচারিত বিভিন্ন ভিডিও দেখানো হয়। দেখানো হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বক্তৃতা এবং পুলিশি অভিযানের চিত্র।

এদিকে তুরস্কের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, প্যারিসে হামলার দিনেই তুরস্কের ইস্তাম্বুলেও হামলার পরিকল্পনা ছিল আইএসের। তবে তা ব্যর্থ হয়।

প্যারিসের ভয়াবহ হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মনে করছেন, সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে তার দেশও। যেসব ব্রিটিশ নাগরিক অবকাশ যাপনে প্যারিসে গেছেন তাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

একইসাথে ব্রিটেনের বিমানবন্দর এবং ফেরি টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শও দিয়েছেন ক্যামেরন।

সূত্র : রয়টার্স ও এএফপি।