ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

রণবীরের গোঁফ কেটে দিলেন দীপিকা (ভিডিও)

ronobir-dipika

ronobir-dipikaবলিউড অভিনেতা রণবীর সিংয়ের গোঁফ নিজ হাতে কেটে দিলেন বলিউডের হার্টথ্রুব অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এটা কোনো চলচ্চিত্রের দৃশ্যে নয়, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। গতকাল রণবীর সিং তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। এতেই এমন দৃশ্য দেখা যায়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুখে অদ্ভুত হাসি আর হাতে কাঁচি। পা পা করে রণবীরের দিকে এগিয়ে আসছেন দীপিকা। তাতে পিছু হটছেন রণবীর সিং। পেছাতে পেছাতে রণবীর যখন দেয়ালের সঙ্গে ঠেকে যান, তখন রণবীরকে চেপে ধরেন দীপিকা।

হাত জোড় করে কাকুতি-মিনতি করার বৃথা চেষ্টা করেন বেচারা রণবীর। শেষ পর্যন্ত তাতে লাভ হয়নি। কুচ করে গোঁফ কেটে উল্লাসে চিৎকার দেন দীপিকা পাড়ুকোন।

পাঠকের মতামত: