ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

২০১৬ সালে বলিউড কাঁপাবে যে ৮ সিনেমা

8-hindi-movie

ফিল্ম প্রেমীদের জন্য ২০১৫ সালটা কেমন ছিল?

হাজারো বাধা উপেক্ষা করে এক দিকে যেমন মুন্নিকে নিজের দেশ পাকিস্তানে ফিরিয়ে দিতে ভাইজানের অঙ্গীকার, তেমনই অন্য দিকে ভালবাসাকে হারিয়ে শুধু মাত্র গ্রামের লোকের মঙ্গলের জন্য দশরথ মাজিকে পাহাড় কেটে রাস্তা বানাতে দেখেছেন সকলে।

২০১৫ তেই বাজিরাও মস্তানির হাত ধরে ভুলতে বসা ইতিহাসটাকেও আরও এক বার ঝালিয়ে নিতে পেরেছেন দর্শকেরা। এ ছাড়াও অ্যাকশন, কমেডি এবং রোমান্টিক ফিল্ম তো রয়েছেই। সুতরাং বলা যেতেই পারে, সব মিলিয়ে ২০১৫ সালটা ফিল্ম প্রেমীদের জন্য ছিল ‘মিক্সড ব্যাগ’।

তবে ২০১৫ সাল চলে গিয়েছে তো কী হয়েছে? এর জন্য আর মন খারাপ করে কাজ নেই! কারণ, ২০১৬ সালেও আপনার জন্য অপেক্ষা করছে আরও জমজমাট ছবি। কি সেগুলো? আর কবেই বা রিলিজ করবে ছবিগুলি? দেখুন গ্যালারিতে:

জগ্গা জাসুস:

jagga-jasoos
জগ্গা জাসুস… প্রেমে গ্রিন সিগন্যাল পাওয়ার পর এটাই তাঁদের প্রথম ছবি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। রণবীর আর ক্যাটরিনা।
চলতি বছরের জুনেই তাঁদের এই অ্যাকশন-কমেডি ছবিটি বিনোদন দিতে প্রস্তুত।

রেইজ:

raees
রেইজ… নিউ ইয়ারে শাহরুখের নিউ গিফ্‌ট এই ছবি। ১৯৮০ সালের গুজরাটকে নিয়ে তৈরি এই ক্রাইম-থ্রিলার।
ছবিতে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকিও। সব কিছু ঠিক ঠাক থাকলে ৩ জুলাই মুক্তি পাবে এই ছবি।

এয়ারলিফ্ট:

airlift
এয়ারলিফ্ট… অক্ষয় কুমার এবং নিমরাত কৌর অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা ২২ জানুয়ারি। ছবিতে মূলত ইরান-কুয়েতের যুদ্ধের সময়কালকে তুলে ধরা হয়েছে।

ওয়াজির:

wazir
ওয়াজির… অমিতাভ, ফারহান অভিনীত এই আগত ছবিটি নিয়ে চর্চার অন্ত নেই। তবে আর বেশি দেরি নেই।
৭ জানুয়ারিই ছবিটি মুক্তি পাবে।

মহেঞ্জোদরো:

mohenjo-daro
মহেঞ্জোদরো… ঐতিহাসিক এই শহরের আবিষ্কার নিয়ে ছবি মহেঞ্জোদরো। মুখ্য ভূমিকায় রয়েছেন হৃতিক রোশন।
১২ অগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা।

বাহুবলী: দ্য কনক্লুসন:

bahubali
বাহুবলী: দ্য কনক্লুসন… প্রথম পার্টটা সকলেরই মন কেড়ে নিয়েছে। দ্বিতীয় পার্ট নিয়েই আশা রয়েছে।
তবে ছবি কবে মুক্তি পাবে তা এখনও ঠিক হয়নি।

ফিতুর:

fitoor
ফিতুর… চার্লস ডিকেন্সের উপন্যাস ‘গ্রেট এক্সপেকটেশন’-র কাহিনী অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে রেখা, টাবু এবং ক্যাটরিনা।
এই ছবিটি নিয়ে আগে থেকেই অনেক প্রত্যাশা রয়েছে।
১২ ফেব্রুয়ারি ছবি মুক্তির পরই দেখা যাবে প্রত্যাশা কতটা রাখতে পারল।

রকি হ্যান্ডসম:

rocky-hamsome
রকি হ্যান্ডসম… ছবির বিষয়বস্তু একটি কোরিয়ান থ্রিলার মুভি থেকে নেওয়া হয়েছে। আট বছরের এক শিশুকে অপহরণ করে নেবে ড্রাগ মাফিয়ারা।
সেখান থেকেই শুরু হবে ছবির গল্প।
জন আব্রাহাম অভিনীত ছবিটি মুক্তি পাওয়ার কথা ২৫ মার্চ।

পাঠকের মতামত: