ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

স্বামীকে নিয়ে প্রকাশ্যে এলেন মাহি

mahi

mahiরাজধানীর উত্তরায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে সিলেটের সন্তান মাহমুদ পারভেজ অপুর বিয়ে হয়। এরপর বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি কমিউনিটি সেন্টারে মাহি-অপুর দুই পরিবারের আত্মীয় এবং সাংবাদিকদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়।

আর সেখানেই লাল শাড়িতে নিজেকে জড়িয়ে মাথায় টিকলি, নাকে নোলক, হাতে চুড়ি দিয়ে বিয়ের পর বধূবেশে স্বামীকে নিয়ে প্রকাশ্যে আসেন ঢাকাই ছবির এই জনপ্রিয় নায়িকা।mahiউল্লেখ্য, দুই পরিবারের সম্মতিতে অপু-মাহির বিয়ে হয়। মাহির স্বামী অপু যুক্তরাজ্য থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর শেষ করেছেন। বর্তমানে তিনি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত।mahi


## প্রেমের প্রস্তাব দেয়া অন্যায় কিছু নয় : শিক্ষামন্ত্রী

## নিজামীর সন্তানরা কে কি করেন

## এবার বাজারে এলো স্বর্ণের ব্রা!

## গোপনে বিয়ে করলেন রুবেল!

## ঐশ্বরিয়া-অভিষেকের সংসারে ভাঙনের সুর!

 

পাঠকের মতামত: