ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

সবার কাছে দোয়া চাইলেন মাহি

mahi

mahiসবার কাছে দোয়া চাইলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার দুপুরে মাহির বাসায় বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে নগরীর উত্তরায় এক রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হন মাহি। এ সময় সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

মাহি বলেন, ‘আমি চলচ্চিত্রকে ভালোবাসি। নতুন জীবনে পা দিলাম। সংসার জীবনটা নিজের মতো করে উপভোগ করতে চাই। এ জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি- যাতে ভালো থাকতে পারি; সুখে থাকতে পারি।’

তিনি আরো বলেন, ‘এখন থেকে বছরে আমি দুটি ভালো সিনেমায় কাজ করব। এর বেশি সিনেমায় কাজ করব না। একজন দর্শকও যদি আমাকে পছন্দ করেন তাহলেও আমি সিনেমায় অভিনয় করে যাব।’


## স্বামীকে নিয়ে প্রকাশ্যে এলেন মাহি

## যে দুটি জিনিসকে ভয় পান মুস্তাফিজ

## গোপনে বিয়ে করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি


অনুষ্ঠান শেষে বর মাহমুদ পারভেজ অপুর সঙ্গে শ্বশুর বাড়ি সিলেটের কদমতলীর উদ্দেশ্যে রওনা হন মাহি। আগামী ২৪ জুলাই সিলেটে মাহির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

মাহি-অপু চার বছর ধরে পরস্পরকে চেনেন। ১২ মে খুব গোপনে মাহি ও অপুর বাগদান সম্পন্ন হয়। তাদের বিয়ে হয়েছে উভয় পরিবারের সম্মতিতেই।

২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ভালোবাসার রং সিনেমার মধ্য দিয়ে সিনেমা জগতে পা রাখেন মাহিয়া মাহি। এরপর অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল, তবুও ভালোবাসি, কী দারুণ দেখতে, অগ্নি, দবির সাহেবের সংসার, অনেক সাধের ময়না, হানিমুন, দেশা দ্য লিডার, রোমিও বনাম জুলিয়েট, বিগ ব্রাদার, ওয়ার্নিং, অগ্নি-টু, কৃষ্ণপক্ষ এবং অনেক দামে কেনা সিনেমায় দেখা যায় তাকে।

পাঠকের মতামত: