ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

‘মা হচ্ছেন বিপাশা’!

bipasha-basu

bipasha-basuভারতের সংবাদ মাধ্যমগুলো লিখেছে, ‘শিগগিরই মা হচ্ছেন বিপাশা!’, ‘মা হচ্ছেন বিপাশা’ এমন শিরোনামের আরও সংবাদ।

আসলে ঘটনাটি হচ্ছে, সম্প্রতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রের ছেলে ভিয়ানের জন্মদিন ছিল। বলিউডের অনেকেসেই অনুষ্ঠানে উপস্থিত থাকেলও হাজির থাকতে পারেননি বিপাশা । তাই টুইট করে ভিয়ানকে হ্যাপি বার্থ ডে উইশ করে অনেক ভালবাসা জানিয়েছেন তিনি।

বিপাশার এই টুইটে রিটুইট করেন রাজ কুন্দ্রে। বিপাশাকে ধন্যবাদ জানিয়ে রাজ লিখেন, ভিয়ান জানতে চায় কখন বিপাশা অ্যান্টি তাকে নতুন বন্ধু দেবে?


## সবার কাছে দোয়া চাইলেন মাহি

## স্বামীকে নিয়ে প্রকাশ্যে এলেন মাহি

## গোপনে বিয়ে করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি


এই টুইটের উত্তরে বিপাশা জানান, ‘বেশি দেরি করতে হবে না। আর ততদিন ভিয়ানের বন্ধু আমরা’।

বিপাশার এই ফিরতি টুইটের কথাই ফলাও করেছে ভারতের বিনোদন সাংবাদিকেরা। আর সংবাদ যখন একবার হয়ে গেছে, তা গুজব হিসেবে ছড়িয়ে পড়তেও সময় লাগেনি।

পাঠকের মতামত: