ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

বিয়ে করলেন অভিনেত্রী হৃদি

hridhi

hridhiবিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মডেল ও অভিনেত্রী তাবাসসুম আনিলা হৃদি। গত ২৯ মে অনেকটা হুট করেই পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বরের নাম আদনান। তিনি স্কলাস্টিকা স্কুলের প্রশাসক হিসেবে কর্মরত আছেন।

হৃদির বিয়ের বেশ কিছু স্থিরচিত্র প্রকাশিত হয়েছে ফেসবুকে। এ সব ছবিতে বিয়ের বিভিন্ন সময়ের চিত্র দেখা যায়। গত ২৭ মে হৃদির বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। তারপর ২৯ মে পারিবারিকভাবে হৃদি-আদনানের বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আগামী ঈদুল ফিতরের পর বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।

র‌্যাম্প মডেলিংয়ের পাশাপাশি কোরিওগ্রাফিও করেন হৃদি। বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি। ‘অল্প অল্প প্রেমের গল্প’ শিরোনামের একটি চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। এতে একটি আইটেম গানে দেখা গেছে হৃদিকে।


## প্রেমের প্রস্তাব দেয়া অন্যায় কিছু নয় : শিক্ষামন্ত্রী

## ঝলসে গেছে তসলিমা নাসরিনের শরীর

## স্বামীকে নিয়ে প্রকাশ্যে এলেন মাহি

## এবার বাজারে এলো স্বর্ণের ব্রা!


 

পাঠকের মতামত: