ঢাকা,সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন যেসব তারকারা

bollywood-stars

bollywood-starsবিয়ে একটি সামাজিক আচার। যার মাধ্যমে পরিবার নামের এক প্রতিষ্ঠানের জন্ম। কিন্তু দিন যত এগিয়ে যাচ্ছে বিয়ে নামক ধারণাটা ততই যেন ম্লান হয়ে যাচ্ছে। এখন আর তেমন কেউ বিয়ের ধার ধারছেন না। তারকারাই যেন এ প্রথা ভাঙতে মরিয়া হয়ে পড়েছেন। এ প্রথা ভাঙার সূচনাটা হলিউড থেকে শুরু হয়ে বলিউড হয়ে চলছে সর্বত্র। হলিউড বলিউড মিলে বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন। সংবাদমাধ্যমে  তারা নিজেই সেই তথ্য জানিয়েছিলেন।

শ্রীদেবী : বলিউডের একমাত্র নায়িকা শ্রীদেবী, যিনি খোলাখুলি স্বীকার করেন বিয়ের আগেই তিনি গর্ভবতী ছিলেন। ১৯৯৬ সালে বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর যখন বিয়ে হয় তখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের কয়েক মাসের মধ্যেই বড় মেয়ে জাহ্নবীর মা হন শ্রীদেবী।

সারিকা : অভিনেত্রী সারিকার সঙ্গে কমল হাসানের ভালোবাসার সম্পর্ক যখন শুরু হয় তখনও কমলের সঙ্গে তার প্রথম স্ত্রীর বিবাহবিচ্ছেদ ঘটেনি। এ সময়েই সারিকা কমলের সন্তান গর্ভে ধারণ করেন। আর সেই সন্তানই বর্তমানে নামকরা অভিনেত্রী শ্রুতি হাসান।

অমৃতা অরোরা : ব্যবসায়ী শাকিল লাদাকের সঙ্গে অমৃতার বিয়ের বন্দোবস্ত হয় অত্যন্ত তাড়াতাড়ি, বিয়েটাও হয়ে যায় বেশ গোপনে। বিয়ের কয়েকমাস পরই সন্তানের জন্ম দেন অমৃতা। স্বভাবতই গুঞ্জন শুরু হয়ে যায় যে, অমৃতা বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন।

আনুষ্কা শঙ্কর : পণ্ডিত রবি শঙ্করের মেয়ে আনুষ্কা শঙ্করের সাহস একধাপ বেশিই। ২০১০ সালে বিয়ের আগেই সন্তান গর্ভে নিয়ে বলেছিলেন সন্তান নেওয়ার জন্য বিয়ের কি দরকার? যদিও সন্তান গর্ভধারণের একমাস পরেই ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা জো রাইটকে বিয়ে করেন তিনি।

কঙ্কনা সেন শর্মা : বেশ কয়েক বছর অভিনেতা রণবীর শোরের সঙ্গে প্রণয়পর্ব চলার পরে ২০১০ সালে দু’জনের বিয়ে হয়। ২০১১ সালের শুরুর দিকেই একটি ছেলের জন্ম দেন কঙ্কনা। এ থেকে বলিউডে আলোচনা শুরু হয়, বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। তবে এই বিষয়টি কঙ্কনা নিজে কখনও স্বীকার করেননি।


## প্রেমের প্রস্তাব দেয়া অন্যায় কিছু নয় : শিক্ষামন্ত্রী

## ঝলসে গেছে তসলিমা নাসরিনের শরীর

## এবার বাজারে এলো স্বর্ণের ব্রা!

## ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যা

## শ্রাবন্তীর অজানা সাত তথ্য


সেলিনা জেটলি : দুবাইয়ের হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে বেশ কয়েকবছর প্রেম চলার পর সেলিনা তাকে বিয়ে করেন ২০১১ সালের জুলাইয়ে। পরের মার্চেই যমজ সন্তানের মা হন অমৃতা। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন সেলিনা।

বীণা মালিক : নানা কারণে বিভিন্ন সময়ে ইনি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছেন‌। তার সন্তানধারণের বিষয়টি নিয়েও নানা কথা শোনা যায়। সেগুলোর মধ্যে একটি হলো দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হওয়ার সময়ই অন্তঃসত্ত্বা ছিলেন বীণা। এমনকী লোকে এমন কথাও বলে যে, এই সন্তানের প্রকৃত বাবা নাকি বীণার প্রাক্তন এক প্রেমিক।

মহিমা চৌধুরী : ববি মুখোপাধ্যায়ের সঙ্গে মহিমার বিয়ে হয় ২০০৬ সালে। তার আগে বেশকিছু পুরুষের সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন মহিমা। তারপর তার বিয়ের খবরটা প্রকাশ পায় আচমকাই। আর বিয়ের কয়েক মাসের মধ্যেই এক কন্যা সন্তানের মা হন তিনি।

শাকিরা : বিশ্ব সঙ্গীতের এক জনপ্রিয় নাম শাকিরা। এ পপ তারকাও প্রেমিক ফুটবল তারকা পিকের সঙ্গে লিভ টুগেদার করেন। এমন অবস্থায় বিয়ের আগেই সন্তান নেন এই পপ তারকা।

পাঠকের মতামত: