ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বিয়ে করছেন প্রীতি জিনতা!

Preity-Zinta

Preity-Zintaঅবশেষে বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। তাঁর ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ২০১৬ সালের জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে দেখা যাবে প্রীতিকে।

প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার সঙ্গে মিলে তিনি আইপিএলের কিংস ইলেভেন দলট কিনেছিলেন প্রীতি। এরপর আরব সাগরে বয়ে গেছে অনেক ঢেউ, মোড় ঘুরেছে প্রীতির জীবনেও। নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক এখন এক অতীত।

নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর মার্কিন নাগরিক গেনে গুডএনাফের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। দিন কয়েক লিভ ইন করার পর শেষ পর্যন্ত গেনেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি।

বিয়ের পর মুম্বইতে বড় করে রিসেপসন পার্টি দেবেন তাঁরা। সেখানে উপস্থিত থাকবে গোটা বলিউ়ড।

উল্লখ্য, এক সময় তো যুবরাজের সঙ্গেও প্রীতির সম্পর্কের গুজব রটেছিল ইন্টাস্ট্রিতে।

পাঠকের মতামত: