ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

হাসপাতালে আমির খান!

Aamir-Khan

Aamir-Khanনতুন ছবি ‘দঙ্গল’র শুটিং স্পটে হঠাৎ চোট পেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আপাতত এক সপ্তাহের বিশ্রামে থাকতে পরমর্শ দিয়েছেন চিকিৎসক।

নীতীশ তিওয়ারির পরিচালনায় দঙ্গল ছবিতে কুস্তিগীর মহাবীর ফোগটের বায়োপিকে অভিনয় করছেন আমির। গত ৪০ দিন ধরে লুধিয়ানায় এই ছবির শুটিং করছেন আমির। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে কাঁধে চোট পান তিনি। চোট এতটাই গুরুত্বর যে মাঝপথে শুটিং থামিয়ে মুম্বাই ফিরে আসেন নায়ক।

একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকগুলো টেক নেওয়া হচ্ছিল। একেবারে শেষ টেক দেওয়ার সময় আমিরের কাঁধের পেশিতে টান লাগে। আইসপ্যাক দিয়ে এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পরেও উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি।

এর পরই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দেখে জানান, আমিরের চোট গুরুতর। জানা গিয়েছে, শুটিং মাঝপথে বন্ধ রেখেই চিকিৎসার জন্য মুম্বই ফিরে এসেছেন তিনি।

দঙ্গলে আমিরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সাক্ষি তানওয়ারকে। আগামী বছরের ডিসেম্বর নাগাদ মুক্তি পাবে আমিরের নতুন এই ছবিটি।

পাঠকের মতামত: