ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

পরকীয়ার জেরেই সম্পর্ক ভেঙেছিল যে ১০ বলিউড তারকার

alia-varun
বলিউডে আসার আগে ছোটবেলার বন্ধু আলি দাদারকরের সঙ্গে প্রেম ছিল আলিয়ার। বলিউডে পা রেখেই বরণ ধবনের জন্য আলির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন আলিয়া।

এক সময়ে ছিলেন বলিউডের আলোচিত জুটি। এর পর সম্পর্কে থাকতে থাকতেই জড়িয়ে পড়েছেন অন্য কারও সঙ্গে। কখনও বিয়ে ভেঙেছে, সম্পর্কে দাঁড়ি পড়েছে, আবার কখনও বা সঙ্গীর উদারতায় টিকে গিয়েছে সম্পর্ক।
দেখে নিন বলিউডের এমনই কিছু পরকীয়া কাহিনি।

aamir-kiron
লগনের শুটিং চলাকালীন বিবাহিত আমির কিরণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। সেখান থেকে ডিভোর্স। পরে কিরণকে বিয়ে।
akshay
এতরাজ ছবির সেটে প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে জড়িয়ে টুইঙ্কলের সঙ্গে সুখের সংসার ভাঙতে বসেছিল অক্ষয়ের।
alia-varun
বলিউডে আসার আগে ছোটবেলার বন্ধু আলি দাদারকরের সঙ্গে প্রেম ছিল আলিয়ার। বলিউডে পা রেখেই বরণ ধবনের জন্য আলির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন আলিয়া।
dipika
যুবরাজ সিংহ ও বিজয় মালিয়ার সঙ্গে এক সঙ্গে জড়িয়ে পড়েছিলেন দীপিকা
hritik
কাইট ছবির সেটে হৃতিক-বারবারা মোরির সম্পর্ক নিয়ে বহু বিতর্ক ছড়ায়।
ronobir-kat
দীপিকার সঙ্গে তখন ভরপুর প্রেম। তার মাঝেই রকস্টার ছবির সেটে ক্যাটরিনার সঙ্গে জড়িয়ে পড়েন রণবীর।
saif
রোজা ক্যাটালানোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে অমৃতা সিংয়ের সঙ্গে সংসার ভাঙে সইফের।
saif-karina
টশন ছবির সেটে সইফের সঙ্গে জড়িয়ে পড়েন করিনা। শহিদের সঙ্গে তখনও বিচ্ছেদ হয়নি তাঁর।
salman-kat
রণবীর কপূরের জন্য সলমন খানের হাত ছেড়েছিলেন ক্যাটরিনা।
vibek-ash
বিবেক ওবেয়রয়ের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই অভিষেকের সঙ্গে জড়িয়ে পড়েন ঐশ্বর্যা।

পাঠকের মতামত: