সেলফি যেন একটা মানসিক রোগ আর এটা এখন মহামারী আকার ধারন করেছে। যার পরিণতিতে ঘটছে মৃত্যুর মত ঘটনা। তারই ফল চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে আবারো যুবকের মৃত্য।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর জেলার ম্যাঙ্গলিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়েই এই মর্মান্তিক পরিনতি। জয়েস একা ছিল না। সঙ্গে ছিল তাঁর দুই বন্ধু অজয় ও অমিত।
চলন্ত ট্রেনের সঙ্গে ছবি তুলবে বলে রেল লাইনের ওপরেই দাঁড়িয়ে ছিল সে। তখনই পিছন থেকে ট্রেন এসে তাঁকে ধাক্কা মারে। ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিতসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, বাকি দুই বন্ধুকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যুর খবর এই প্রথম নয়। এর আগেও সেলফির শখপূরণ করতে গিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।
পাঠকের মতামত: