ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ঝলসে গেছে তসলিমা নাসরিনের শরীর

taslima-nasrin

taslima-nasrinশরীরের  বিভিন্ন যায়গায় ঝলসে গেছে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের। তিনি নিজেই তার ভেরিফাইড পেজে ছবি সহ একটি  স্ট্যাটাসে এমন তথ্য দিয়েছে। ছবিতে দেখা যায় তার বুক, হাত, পেট সহ বিভিন্ন জায়গায় পুরে গেছে।

taslima-nasrinফেসবুক স্ট্যাটাটে তসলিমা নাসরিন তার আহত হওয়ার ছবিগুলো তুলে ধরে বলেন, ‘না এগুলো চুম্বনের দাগ নয়, এগুলো প্রেসার কুকার বিস্ফোরনের দাগ’


## প্রেমের প্রস্তাব দেয়া অন্যায় কিছু নয় : শিক্ষামন্ত্রী

## স্বামীকে নিয়ে প্রকাশ্যে এলেন মাহি

## এবার বাজারে এলো স্বর্ণের ব্রা!


taslima-nasrinআরেকেটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ডাল রাঁধতে গিয়ে এই হয়েছে. গায়ের জোরে খুলতে চেয়েছিলাম ঢাকনা। গরম ডাল বোমার মতো ছিটকে এসে বুকে মুখে পেটে হাতে পড়ল। সিলভার এক্স লাগাচ্ছি। জ্বললো প্রচন্ড। দোজখের আগুন যে কী করে সইব বুঝতে পারছি না।”

taslima-nasrinবিতর্কিত লেখার কারণে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে বিতারিত হয়েছেন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন।

ফেসবুক থেকে সরাসরিঃ

পাঠকের মতামত: